Print

ডিএসইতে ১৩১ কোটি টাকা লেনদেন

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৪.০২.২০১৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় সোয়া এক ঘণ্টায় ১৩১ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকা লেনদেন হয়েছে।

রোববার সকালে লেনদেন শুরুর পর বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮২ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকে মিশ্র আচরণ করছে। ডিএসইতে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ১১০টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৬১টি কোম্পানির শেয়ারের। এ সময়ে বাজারে দুই কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৪৬২টি শেয়ার ২৮ হাজার ৬১৯ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ১৩১ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকা।