Print

ডিএসইতে লেনদেনে ধীরগতি

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৭.০২.২০১৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ধীরগতিতে।

সকাল থেকে লেনদেন শুরু হয়ে দেড় ঘণ্টায় বাজারে মাত্র ১৬৫ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে ১২টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচক মিশ্র আচরণ করছে।

ডিএসইতে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ৮৮টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৬০টি কোম্পানির শেয়ারের।

এসময় বাজারে ৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৪৭০টি শেয়ার ৪২ হাজার ৫০ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ১৬৫ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা।