Print

ডিএসইতে সূচক ঊর্ধ্বমুখী

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৮.০২.২০১৬ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত বাজারের প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে ১৬৪ কোটি ১৮ লাখ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে দেড় ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও ঊর্ধ্বমুখী রয়েছে।

ডিসইতে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে  ৯৪টি  প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ১৪৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৫৮টি কোম্পানির শেয়ারের।

এ সময় বাজারে ৩ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ৭৫৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৮ হাজার ২২৮ বার হাতবদল হয়েছে। যার বাজার দর ১৬৪ কোটি ১৮ লাখ ৬৩ হাজার টাকা।