Print

সূচকের মিশ্র প্রবণতায় লেনদেনে ধীরগতি

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৯.০২.২০১৬ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ধীরগতিতে।

সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত বাজারে লেনদেন হয়েছে মাত্র ১১৫ কোটি টাকা। আর সাধারণ সূচক কমেছে প্রায় ৫ পয়েন্ট।

এর আগে সকাল সাড়ে ১০ টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর এক ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩১ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও কিছুটা কমেছে।

এসময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ১০৩টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৭২টি কোম্পানির শেয়ারের।

ডিএসইতে ৩ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ৭৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ২৭ হাজার ৪৩৮ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ১১৫ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার টাকা।