Print

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০১.০৩.২০১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে।

দেশের প্রধান এ পুঁজিবাজারে সকাল সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৩৭ লাখ টাকা। আর সাধারণ সূচক বেড়েছে প্রায় ১১ পয়েন্ট।

এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর দেড় ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ১১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৩ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও কিছুটা কমেছে।

এসময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে  ১৬২টি  প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ৭৯টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৭২টি কোম্পানির শেয়ারের।

ডিএসইতে ৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ২৫৩ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৬ হাজার ৪০২ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ১৪৬ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা।