Wednesday 1st of March 2017

সদ্য প্রাপ্তঃ

***ড্যান্ডি ডায়িং মামলায় খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৭ এপ্রিল*৩৩ ঘন্টার জনদুর্ভোগ শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ডিএসইর লেনদেন

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৩.০৩.২০১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে, দেশের প্রধান এ পুঁজিবাজারে বেলা সোয়া ১২টা পর্যন্ত সাধারণ সূচক ১৮ দশমিক ৬৯

পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৫৫ লাখ টাকা।

এর আগে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর পৌনে ২ ঘন্টায় ডিএসইর সাধারণ সূচক ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮০ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও ঊর্ধ্বমুখী রয়েছে।

এসময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ৯৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৫৩টি কোম্পানির শেয়ারের।

ডিএসইতে ৩ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৩৫৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৩৩ হাজার ৪৮৭ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ১৫৫ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকা।