Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিডিনিউজডেস্ক.কম   
তারিখঃ ১৬.০৬.২০১৫
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এর স্কুল অব বিজনেস আয়োজন করছে মার্কেটিং কার্নিভ্যাল।আসন্ন মাহে রমজানের পরবর্তী সপ্তাহে আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এ বিরাট অনুষ্ঠানটি।

জানা গেছে,পাঠ্যসূচীর শ্রেণীবদ্ধ পড়াশুনা থেকে বের হয়ে এসে হাতে-কলমে বিপণন এর সুক্ষ বিষয়গুলো একজন মানুষকে নিজ থেকে বোঝানোর উদ্দেশ্যেই আয়োজিত হতে যাচ্ছে এ অনুষ্ঠানটি। এখানে থাকছে ২৫ টি স্টল যেখানে হবু উদ্যোক্তারা তাদের স্বপ্নের খুব ছোট্ট কিছু বাস্তবায়ন করবেন।

এখানে থাকছে ভিন্ন ধরণের খাবার এবং দৈনন্দিন ব্যবহার সামগ্রীসমূহ । এছাড়াও অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে নানা প্রকার গেমস। থাকছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নিজেস্ব পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও।অনুষ্ঠানটি সবার জন্যে বিনামুল্যে উন্মুক্ত ।

উল্লেখ্য, আগামী ১৭ জুন থেকে শুরু হবার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে পিছিয়ে দেয়া হল অনুষ্ঠানের সময়।ঈদ পরবর্তী সময়ে নতুনভাবে আয়োজন করা হবে অনুষ্ঠানটি।