Print

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইর লেনদেন শুরু

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৪.০৩.২০১৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা

পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৯ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮০ লাখ টাকা।

এর আগে  সকাল সাড়ে ১০ টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর আধা ঘণ্টায় বাজারের সাধারণ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯০ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচকও বেড়েছে।

এসময় বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ৪৫টি কোম্পানির শেয়ার দর কমেছে।  দর অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের।

এই সময়ে ডিএসইতে ১ কোটি ৩০ লাখ ১১ হাজার ৪২০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১২ হাজার ৫৬৩ বার হাত বদল হয়েছে। যার বাজার দর ৪৪ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকা।