Sunday 22nd of January 2017

সদ্য প্রাপ্তঃ

***সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

ডিএসইতে সূচক কমেছে ৩৩ পয়েন্ট

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২০.০৪.২০১৬

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন অব্যাহত আছে।

মঙ্গলবার বাজারের সাধারণ সূচক কমেছে ৩৩ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেন কমেছে ৮৫ কোটি ৮৪ লাখ টাকা। সপ্তাহের তৃতীয় কার্য দিবসে ডিএসইতে ৩২১টি কোম্পানির ৮ কোটি ২৯ লাখ ৪১ হাজার ১২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১ লাখ ৭৪৪ বার হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৩৩৯ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা। এ হিসেবে সোমবারের চেয়ে ডিএসইতে প্রায় ৮৫ কোটি টাকা লেনদেন কমেছে।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স সূচক ৩৩ দশমিক ৭৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৭ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরীয়াহ্ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৫ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্য সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৬২ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। দর কমেছে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের। দিনশেষে দর অপরিবর্তিত রয়ে গেছে ৩৩টি কোম্পানির শেয়ারের।