Print

ডিএসইতে লেনদেন খরা

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ০৮.০২.২০১৬ 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার কারণে চলছে লেনদেন খরা।

সোমবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ১১৮ কোটি ৪৪ লাখ টাকা।  দেড় ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৮ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সামান্য বেড়েছে।

ডিসইতে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। অন্যদিকে ১২৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। দর অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ারের। এসময়ে বাজারে ২ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৪৮২টি শেয়ার ৩৪ হাজার ৮১৫ বার হাত বদল হয়েছে।