Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ওয়াশিংটন ডিসিতে বন্দুকের গুলিতে নিহত ১

বিডিনিউজিডেস্ক.কম

তারিখঃ ১২.০৪.২০১৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংসদ ভবন ক্যাপিটাল হিলে অজ্ঞাত বন্দুকধারী প্রবেশ করায় বন্ধ হয়ে গেছে সেখানে যাবার সকল প্রবেশ পথ। পরে বন্দুকধারী নিজে আত্মঘাতী হলে এ ঘটনার অবসান হয়। আত্মঘাতী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। -বিবিসি, আল-জাজিরা।

ক্যাপিটাল পুলিশের মুখপাত্র কিমবারলি স্নাইডার বলছেন, নিরাপত্তার হুমকি পেলে ক্যাপিটাল হিলের সমস্ত পথ বন্ধ করে দেয় পুলিশ। কেই ভিতর থেকে বাইরে যেতে পারবে না। আবার বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না। এভাবে প্রায় ২ ঘণ্টা ক্যাপিটাল হিলে কেউ প্রবেশ করতে পারেনি। পরে বন্দুকধারী নিজে আত্মঘাতী হলে এ ঘটনার অবসান হয়। পুলিশ গুলির শব্দ শোনার পরই কংগ্রেসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকধারীর কিছু জিনিসপত্র পেয়েছে। যার মধ্যে একটি সুটকেস রয়েছে। ক্যাপিটাল ভবনের পশ্চিম দিকের টেরেসে সুটকেসটি পাওয়া যায়। এটি কোনও সন্ত্রাসী ঘটনা নয় বলে মনে করছে যুক্তরাষ্ট্র।