Monday 23rd of January 2017

সদ্য প্রাপ্তঃ

****ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার *তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানি * শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

হায়দরাবাদেই হবে বাংলাদেশের টেস্ট

স্পোর্টস ডেস্ক | তারিখঃ ০৯.০১.২০১৭

ভারতে বাংলাদেশের টেস্টের ভেন্যু হায়দরাবাদেই হবে।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সচিব কে জন মনোজ জানিয়েছেন, টেস্ট তো বটেই, এমনকি প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্যও প্রস্তুত তারা।গত রোববার ভারতের দৈনিক দ্য হিন্দু জানায়, আর্থিক কারণে বাংলাদেশ টেস্ট আয়োজনে অপারগতা জানিয়েছে এইচসিএ।

খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে সোমবার পিটিআইকে মনোজ বলেন, এইচসিএ কখনও টেস্ট ম্যাচ আয়োজনে অনীহা দেখায়নি। টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনেও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রস্তুত।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদের উপলে বিরাট কোহলিদের বিপক্ষে ভারতের মাটিতে নিজেদের প্রথম টেস্ট খেলার কথা এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে থাকা মুশফিকুর রহিমদের।উল্লেখ্য, বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি। এবার হয়তো তার অবসান হবে।