Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু
স্পোর্টস ডেস্ক | তারিখঃ ১৫.০৯.২০১৫ 

১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ১৭তম জাতীয় লিগ জানা যায় এবার আট দল অংশগ্রহণ করবে । বগুড়া, খুলনা, রাজশাহী ও ফতুল্লায় একযোগে শুরু হবে চারটি ম্যাচ।

গত আসরের পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী দলগুলো দুটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে আছে ঢাকা মহানগর, ঢাকা বিভাগ, রংপুর ও খুলনা। দ্বিতীয় স্তরে আছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। প্রতি স্তরে দলগুলো ডাবল লিগ ফরম্যাটে পরস্পরের বিপক্ষে খেলবে।