Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৭.১০.২০১৫

বাউলসম্রাট ফকির লালন শাহর ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় শুরু হলো পাঁচদিনের স্মরণোৎসব।

শুক্রবার রাত ৯টায় উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী। কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে মরমী সাধক ফকির লালন শাহর জীবনকর্ম নিয়ে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ রতন। এরপর লালন মঞ্চে লালন একাডেমির শিল্পীরা লালনসংগীত পরিবেশন করেন।