Print

সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ার কারনে টাইগার ক্যারাভ্যান টিমের প্রচারাভিজান শুরু

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১২.০৩.২০১৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাঘের সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারনে বাগেরহাট প্রচারাভিজান শুরু হয়েছে।

আজ শনিবার সকালে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে এ প্রচারাভিজানের উদ্ভোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের সভাপতি এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে কয়েকটি বেসরকারি সংস্থার অর্থায়নে দেশব্যাপী বাঘ সংরক্ষনে গনসচেতনাতা সৃষ্টির লক্ষে বাগেরহাটে ৫ দিন ব্যাপী টাইগার ক্যারাভ্যন প্রচারাভিজানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার মোঃ নিজামুরহক মোল্যা, পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, ২৫ সদস্যের টাইগার ক্যারাভ্যান টিমের পরিচালক মীর মাহামুদ আলী প্রমূখ।

উদ্ভোধন শেষে পথ নাটক ও পটগান পরিচালনা করে টাইগার ক্যারাভ্যান টিমের সদস্যরা। টিমটি জেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন উপজেলার হাট বাজারে এ প্রচারাভিজান চালাবে।