Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ভোলায় ইয়াবাসহ পাচারকারী আটক

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ০৬.০৫.২০১৮ 

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭শ ৪৪ পিস ইয়াবাসহ নুরে আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ইলিশা ফাঁড়ি পুলিশ।

রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ। তিনি বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে ওই ফাঁড়ির ইনর্চাজ মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সকালে ইলিশা ঘাটে মজু চৌধুরী হাট থেকে আসা খিজির নামক লঞ্চের যাত্রী নুরে আলমের ব্যাগ তল্লাশি করে। এ সময় ১৭৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। আটক নুরে আলম পাহাড়তলি উপজেলার দক্ষিণ কাটতলি গ্রামের পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা।