Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৪

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ১৬.০৫.২০১৮ 

বরগুনার বড়ইতলা এবং লতাবাড়ীয়া এলাকায় কালবৈশাখী ঝড়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ২০টি বসত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় ৪জন আহত হয়েছে। বুধবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মেঘ জমতে শুরু করে আকাশে। এমন সময় বিষখালী নদীর মধ্যে দিয়ে বাতাস ঘুরতে ঘুরতে প্রবল বেগ নিয়ে বড়ইতলা মুক্তিযোদ্ধা বাজারে আঘাত হানে। এসময় বাজারের চারটি মুদি দোকান উল্টিয়ে রাস্তায় ফেলে দেয়। দোকানে থাকা দোকানদার ও দোকানের সামনে বসে থাকা লোকজন দোকানের নিচে পরে আহত হয়। ঝড় থামলে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বড়ইতলা ও লতাবাড়ীয়া গ্রামে বিশটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। মুক্তিযোদ্ধা বাজারের বিদ্যুতের খুটিসহ তার ছিড়ে গেছে। স্থানীয় সমাজ সেবক আ. খালেক মিয়া বলেন, এখানে গরীব মানুষের অনেক ক্ষতি হয়েছে। দুই গ্রাম মিলিয়ে চারটি দোকান ও ২০টির মত বসত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় সাত লক্ষটাকার ক্ষতি হয়েছে বলেও তিনি ধারনা করেন।