Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

সড়ক দুর্ঘটনায় পিরোজপুর জেলা পরিষদ সদস্য নিহত

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ২৩.০৫.২০১৮ 

পিরোজপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি জেলা পরিষদের সদস্য।

বুধবার বেলা ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন খুলনা-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান। নিহত কামরুজ্জামান সিকদার মিঠু (৩৮) সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া এলাকার মো. হাবিবুর সিকদারের ছেলে এবং জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। মিঠুর মা রওশনারা বেগম সাংবাদিকদের বলেন, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিল মিঠু।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মিঠুর মোটর সাইকেলের সংঘর্ষ হলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল মাওয়া বলেন, মিঠুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মুখ ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । দুর্ঘটনার পর অটোরিকশাটি জদ্ধ করা হলেও চালক পালিয়ে গেছে বলে ওসি জিয়াউল জানান।