Print

বরিশালে বিপুল পরিমাণ জালসহ আটক ১০

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৮.০৩.২০১৬

গত শুক্রবার রাতে বানারীপাড়া সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালসহ ১০ জনকে আটক করে নৌ-পুলিশের সদস্যরা।

নৌ ফাড়ির ইনচার্জ এস.আই মোঃ শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বানারীপাড়া সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা সমমূল্যের মশারী জালসহ ১০ জনকে আটক করে। গত শনিবার আটককৃত ১০ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আটককৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।