Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

আটক ৪১টি জাহাজ ডুবিয়ে দিলো ইন্দোনেশিয়া

বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২১.০৫.২০১৫

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ তাদের সীমানায় আটক ৪১টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। দেশটির সাগরসীমায় অবৈধ মাছ ধরা বন্ধে এসব আটক জাহাজগুলো ডুবিয়ে দেয়া হয়। আজ বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশিদের অবৈধ মাছ ধরা বন্ধের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সমগ্র ইন্দোনেশিয়ার প্রকাশ্য স্থানে আটক এ সব জাহাজ ডুবিয়ে দেয়া হয়। এগুলোর মধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ফিলিপাইনের কয়েকটি জাহাজের পাশাপাশি চীনেরও একটি জাহাজ রয়েছে বলে জানানো হয়েছে।

কোনো কোনো জাহাজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হয়। ডোবার আগে জাহাজে আগুন ধরে যায় বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে। ইন্দোনেশিয়ার পানিসীমায় মাছ ধরার কাজে নিয়োজিত বিদেশি জাহাজ আটক ও তা ধ্বংস করে দেয়ার কঠোর নীতি আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া বিরোধী ক্ষোভ সৃষ্টি করতে পারে।

কিন্তু জাকার্তার এ কঠোর নীতিকে সমর্থন করে দেশটির মৎস্যমন্ত্রী সুসি পুদজিয়াসতুরি বলেছেন, অবৈধ মাছ ধরায় নিয়োজিতদের বিরুদ্ধে অব্যাহত লড়াই ছাড়া ইন্দোনেশীয় জেলেদের স্বার্থ রক্ষা করা যাবে না।