Thursday 23rd of February 2017

সদ্য প্রাপ্তঃ

***সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় ছাত্রদল নেতা নিহত

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৯.০৩.২০১৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম শামসুল হক ছোট্ট। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ

সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদল নেতার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলামের কর্মিসভা শেষে বাড়ি ফিরছিলেন ছোট্ট। পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এস এম কাইউম-উজ জামানের কর্মীরা শামসুল হক ছোট্ট ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে শামসুল হক ছোট্ট মারা যান।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনও একই কথা বলেন। তিনি জানান, কর্মিসভা থেকে ফেরার পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ হামলা চালায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক নাসির উদ্দিন জানান, লাশ এখনো নাজিরপুরে এসে পৌঁছেনি। মামলা প্রক্রিয়াধীন আছে।