Print

পবিপ্রবি ক্যাম্পাসে এনিমেল হাজবেন্ড্রি উৎসব

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৫.০৩.২০১৬

প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাবুগঞ্জ ক্যাম্পাসে এনিমেল হাজবেন্ড্রি ডে পালিত হয়েছে।

এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বর্ণিল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।

উদ্বোধনের পর নানা বাদ্যযন্ত্র, প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষদ অডিটরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, অধ্যাপক ড. স্বপন কুমার ফৌজদার, অধ্যাপক ড. মনিরুজ্জামান মনির, অধ্যাপক শাহবুল আলম খোকন এবং বাবুগঞ্জ শিক্ষা-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না।

সেমিনার শেষে বিকেলে গবাদি পশু-পাখির প্রজনন বৃদ্ধি ও দুধ-ডিমের উৎপাদন বাড়াতে উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী এবং সন্ধ্যায় নানা আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।