Print

বাকেরগঞ্জে এলজিইডি’র সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচির চেক বিতরন

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২২.০৩.২০১৬

সোমবার সকাল ১০টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে দারিদ্র বিমোচনে এলজিইডি, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষানা বেক্ষন কর্মসুচীর (আর ই আর এম পি-০২) ১ম পর্যায়ের মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ন কবির খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম চুন্নু, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জীএম ফরুকী অমলচন্দ্র দাস শিবু প্রমুখ। 
অনুষ্ঠানে প্রতি ইউনিয়নের ১০জন করে ১৪ টি ইউনিয়নে সর্বমোট ১৪০ জনকে চেক প্রধান করা হয়। প্রত্যেককে ৩৮,১৭৭ টাকার চেক ও ইউরোপিয়ান ইউনিয়নের সনদ দেয়া হয়।