Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বিডিনিউজডেস্ক.কম 
তারিখঃ ২৭.০৬.২০১৫
ভয়াবহ এবং আকস্মিক পাহাড় ধসে মারা গেছে দুজন। শনিবার ভোরে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা আবুল মঞ্জুরের স্ত্রী সমুদা খাতুন (৪৫) ও তার মেয়ে শাহেনা আক্তার (১৬)।

স্থানীয় ইউপি মেম্বার জানান, ভোরে বাহারছড়া শামলাপুর বিটের উত্তর দিকে আবুল মঞ্জুরের বাড়িতে পাহাড় ধসে পড়ে মা ও মেয়ে মাটি চাপা পড়ে। এ সময় গৃহকর্তা আবুল মঞ্জুর বাড়ির বাহিরে থাকায় সে বেঁচে যায়।পরে মাটি সরিয়ে এলাকাবাসী মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে।