Print

ঝালকাঠিতে ভাইয়ের হত্যা মামলায় ছোট ভাইয়ের ফাঁসি

বিডিনিউজডেস্ক ডেস্ক | ২৯.০৩.২০১৬

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে বড় ভাইকে হত্যা করে  মটর সাইকেল নিয়ে  যাওয়ায় মামলায় ছোট ভাই নাজমুল হোসেন ওরফে আজমুলকে ফাঁসি ,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড, আসামী বেল্লালকে যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড, এবং আপর আসামী এমদাদুল হককে একজনকে  খালাস  দিয়েছে আদালত । 

আজ দুপর ১ টায় ঝালকাঠি দায়রা জজ মো:: শফিকুল করিম এই আদেশ প্রদান করেছেন। ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী নাজমুল হক জামিনে বের হয়ে পলাতক রয়েছে।
 ঝালকাঠির কাঠলিয়া উপজেলার ঁেচচরী রামপুর গ্রামে গত ২০১০ সালে  ২৪ সেপ্টেম্বর রাতে  পারিবারিক  দ্বন্দের জের হিসাবে ডেকে নিয়ে বড় ভাই আলামিনকে হত্যা করে মটর সাইকেলটি নিয়ে যায়।  পরের দিন  গ্রামের মন্ডল বাড়ীর কাছ আল-আমিনের লাশ পুলিশ উদ্ধার করে। আল আমিনের বাবামো: জিয়াউল হক বাদী হয়ে ছোট ছেলে  নাজমুলহোসেন ও তার ২ বন্ধ ুবেল্লাল ও এমদাদুল হককে আসামী এই মামলা দায়ের করে।  পুলিশ তদন্ত করে এই হত্যা মামলার চার্জসীট প্রদান করেছে।