Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

 মেডিকেল ভর্তির ফল বাতিল চেয়ে করা রিট খারিজ
জাতীয় ডেস্ক | তারিখঃ  ২১.০৯.২০১৫

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্টের বেঞ্চ রিটটি খারিজ করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিট দায়েরকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।এর আগে রবিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে বলে দাবি করেছেন ইউনুছ আলী আকন্দ।এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে শনিবার দুপুরে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও স্বাস্থ্য সচিব বরাবর উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।গত শুক্রবার মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করে র‌্যাব এর সদস্যরা।উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হয়েছে। এ বছর ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।