Print

পিরোজপুরে ৩০ চেয়ারম্যানের শপথ

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৬.০৫.২০১৬

প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার নির্বাচিত ৩০ চেয়ারম্যান শপথ নিয়েছেন।

 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেওয়া উন্নয়নমূলক কাজে শতভাগ আত্মনিয়োগ করতে নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পিরোজপুরের উপপরিচালক মো. ইত্বাদুল ইসলাম।