Print

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১১.০৫.২০১৬

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

তার নাম হৃদয় ঘোষ। আজ বুধবার দুপুর ২টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

হৃদয়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল হৃদয়। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুর দেড়টার দিকে বাড়িসংলগ্ন প্যারারা রোডে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে হৃদয়।

সে বরিশাল নগরীর কাঠপট্টি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শেখর ঘোষের ছেলে।

শেখর ঘোষ বলেন, ‘আমার ছেলে ভালো ছাত্র ছিল। সে জিপিএ ৫ পাওয়ার আশা করেছিল। ফলাফল জানার পর সে ঘরে দরজা আটকে ছিল। আমরা তাকে কোনো বকাঝকা করিনি। একসময় সে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তার লাফ দেওয়ার খবর পাই।’