Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিনোদন ডেস্ক | তারিখঃ ০৩.০৮.২০১৫

অক্ষয় কুমারকে সমকামী হিসেবে ভাবতে অসুবিধে হচ্ছে?এ বার আর ভাবা ভাবির জায়গা নেই। সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে নায়কের এই সত্বার কথা।

আর, কিছু দিনের মধ্যেই সমকামী হিসেবে কী কী করছেন তিনি, তারও ফুটেজ ধরা দেবে হাতের নাগালে।
অবশ্যই নায়কের নতুন ছবি। তবে, তিনি একা নন। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন বরুণ ধাওয়ান আর জন আব্রাহামও।
বরুণ আর জনও কি তাহলে ছবিতে সমকামী?
সেটা এখনই জানার উপায় নেই। শুটিং চলছে রোহিত ধবনের নতুন ছবি ঢিশুম-এর। সেই ছবিতেই খুব অল্প সময়ের জন্য এক সমকামী চরিত্রে দেখা দেবেন অক্ষয়।
এক ফাঁকে বলে রাখা ভাল, ইতিপূর্বের সমীক্ষায় উঠে এসেছিল এক বিশেষ তথ্য। ভারতের একটি সংস্থা এক বার সমীক্ষা চালিয়েছিল ভারতের সমকামী পুরুষদের পছন্দের বলিউডওয়ালাদের নিয়ে। তালিকায় সবার প্রথমে নাম ছিল হৃতিক রোশনের। আর, ঠিক পরের ধাপেই ছিলেন অক্ষয় কুমার।এ ছবি কি তা হলে ভারতীয় সমকামী পুরুষদের ইচ্ছাপূরণের ছবি?
ঠিক তা নয়! ‘ঢিশুম’-এ তিন নায়কের সঙ্গে পাল্লা দেবেন সুন্দরী জ্যাকেলিন ফার্নান্ডেজও। তাঁকে ছেড়ে অক্ষয় কুমারের দিকে বাকি দুই নায়কের মধ্যে কে এগিয়ে যান, সেটাই এখন দেখার!