Print

দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের নতুন পুলিশ কমিশনার

বিডিনিউজডেস্ক ডেস্ক | ১১.০৪.২০১৬

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন ডিআইজি ইকবাল বাহার।

রোববার সকালে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানান সিএমপির মুখপাত্র ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইসিটি) জাহাঙ্গীর আলম।তিনি জানান, সকালে দায়িত্ব নেওয়ার পর নতুন কমিশনার পুলিশ কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। গত ২৩ মার্চ আবদুল জলিল মণ্ডলের জায়গায় ইকবার বাহারকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।আবদুল জলিলকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে। ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া ইকবাল বাহার সিএমপি কমিশনার হওয়ার আগে রাজশাহী পুলিশের ডিআইজি ছিলেন।এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।এছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপার হিসেবেও ইকবাল বাহার দায়িত্ব পালন করেছেন।