Tuesday 17th of January 2017

সদ্য প্রাপ্তঃ

***সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

বান্দরবানে প্রথম নদীতে ফুল ভাসালো চাকমা-তঞ্চঙ্গ্যা নারীরা

বিডিনিউজডেস্ক ডেস্ক | ১৫.০৪.২০১৬

বান্দরবানে প্রথমবারের মত বৈসু-সাংগ্রাই-বিজু (বৈসাবি) উপলক্ষ্যে সাঙ্গু নদীতে ফুল ভাসানো হয়।

বুধবার সকালে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারীরা নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুল বিজু উৎসব শুরু করে। এ সময় চাকমা ও তঞ্চঙ্গ্যা কিশোর-কিশোরী, নর-নারী ও শিশুরা ফুল নিয়ে জলদেবতাকে পূজা করার উদ্দেশ্যে ফুল ভাসায়।এর আগে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ফুল ভাসালেও বান্দরবানে এ প্রথম সাঙ্গু নদীতে ফুল ভাসায় চাকমা ও তঞ্চঙ্গ্যারা।এর মাধ্যমে পুরাতন বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরকে নতুন ভাবে বরণ করল আদিবাসী নারীরা।এখন থেকে প্রতিবছরই তারা নদীতে ফুল ভাসাবেন বলে জানান।তবে প্রথমবার সীমিত আকারে ফুল ভাসানোর উসব পালন করলেও আগামীতে তা আরো বড় আকারে করবেন বলে জানান কমিটির লোকজন।এছাড়া পানি উৎসবসহ অন্যান্যে উৎসবও পালন করবেন তারা।