Print

নির্বাচন সুষ্ঠু হলে ১০ ভাগ ভোট পাবে না আওয়ামী লীগ

বিডিনিউজডেস্ক ডেস্ক | ১৬.০৪.২০১৬

দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ১০ ভাগও ভোট পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত।   

চাটখিল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দবিতে নোয়াখালী বার সমিতি মিলনায়তনে আজ শনিবার আয়োজিত  সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘চাটখিলে প্রতিটি ইউনিয়নে সরকারি দলের নেতাকর্মীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ ভাগও ভোট পাবে না। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ এখন সন্ত্রাসী  কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চায়। সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করতে পারলে নির্বাচন কমিশন ও সরকারের অবশ্যই পদত্যাগ করা উচিত।

সংবাদ সম্মেলনে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চাটখিল উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল।