Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


আন্তর্জাতিক ডেস্ক  | তারিখঃ  ১৬.০৮.২০১৫

সম্প্রতি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে নানামুখী প্রয়াস চালাচ্ছে ইসলামিক স্টেট বা আইএস।

এরই অংশ হিসেবে সিরিয়া কিংবা ইরাকে নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধির লক্ষ্যে অসংখ্য নারী-পুরুষকে দলে ভিড়াচ্ছে সংগঠনটি। সেক্ষেত্রে পুরুষের তুলনায় যুবতিদের সংখ্যাটা একেবারেই কম নয়।সাম্প্রতিক তথ্যানুযায়ী জানা গেছে, জার্মান থেকে আইএস-এ যোগ দিতে দলে দলে সিরিয়া এবং ইরাকে যাচ্ছে যুবতিরা৷ দেখা গেছে, এ পর্যন্ত যারা জার্মান ছেড়ে গেছেন তাদের মধ্যে অনেকের বয়সই ২৫ বা তার কম৷ এই যুবতিদের অভিনব পন্থায় আকৃষ্ট করছে আইএস সমর্থকরা৷পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত জার্মান থেকে মোট সাড়ে ৬০০ পুরুষ ইসলামিক স্টেট বা আাইএস-এ যোগ দিতে সিরিয়া বা ইরাকে গেছে৷ ইসলামি জঙ্গি সংগঠনটির টানে মেয়ে অবশ্য সেই তুলনায় কিছু কম৷ এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জার্মান থেকে ১০০ জনের মতো নারী আাইএস-এ যোগ দিতে সিরিয়া বা ইরাকে পৌঁছেছে৷ জঙ্গি সংগঠনে যোগ দিতে দেশ ছাড়া মেয়েদের শতকরা ৪০ ভাগের বয়সই ২৫ বছর বা তারও কম৷এব্যাপারে জার্মানের অভিবাসন এবং শরণার্থী বিষয়ক কার্যালয়ের উগ্রবাদ বিশেষজ্ঞ ফ্লোরিয়ান আন্দ্রেস জানান, আইএস সমর্থকরা সুকৌশলে জার্মানে বসবাসরত মেয়েদের আকৃষ্ট করে৷ তারা মেয়েদের সুন্দর জীবনের স্বপ্ন দেখাচ্ছে৷ বিলাসবহুল পারিবারিক জীবনের স্বপ্ন দেখাচ্ছে৷ জার্মানে পরিবারের বন্ধন বেশি শক্ত নয় বলে অনেকের মনে এক ধরনের হতাশা কাজ করে৷ আইএস সমর্থকরা তারই সুযোগ নিচ্ছে৷আন্দ্রেসে আরো জানান, আইএস’র হয়ে যারা লোক, বিশেষ করে নারী সংগ্রহের কাজ করছে, তারা সাধারণত ছোট কোনো সংস্থা বা গোষ্ঠীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে৷ খুব বড় বা সুপরিচিত পরিসরে তারা খুব একটা যায় না।