Print

চট্টগ্রামে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৯.০৪.২০১৬

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বাসা থেকে মা শেলি শিল (৩৪) ও মেয়ে অন্তরার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মেয়েকে হত্যার মা আত্মহত্যা করেছেন।মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দক্ষিণ কুঞ্জরি শিলতলার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।নিহত গৃহবধূর স্বামীর নাম অসীম শিল। তিনি চট্টগ্রাম কোর্টের এক আইনজীবীর সহকারী।পুলিশ জানায়, সকালে অসীম শিল অফিসে যাওয়ার পর এলাকাবাসী ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শেলির এবং বিছানার ওপর মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়।মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ।বোয়ালখালী থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।