Print

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৪.০৪.২০১৬

কুমিল্লা দক্ষিণ সদর উপজেলার দয়াপুরে বাসচাপায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম ও আরোহী মোয়াজ্জেম হোসেন।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মামুন এক্সপ্রেসের একটি বাস কুমিল্লাগামী প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় দুইজন ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের আরোহী হোসেন মজুমদারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।