Wednesday 22nd of February 2017

সদ্য প্রাপ্তঃ

***সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

বাঁশখালীতে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৫.০৪.২০১৬

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার প্রতিবাদে আবারও আন্দোলন শুরু হতে যাচ্ছে বলে।

প্রায় ১৫ দিন কর্মসূচি স্থগিত থাকার পর আবারও আন্দোলনকারীরা মাঠে নামছেন বলে জানা গেছে।
রবিবার বাঁশখালী উপজেলার গণ্ডামারা মাদ্রাসায় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনকারীরা  এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
কমিটির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, আমরা ২৬ এপ্রিল একটি বিক্ষোভ মিছিল করবো। হাদীপারা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হবে। প্রাণ প্রকৃতি বিপন্ন করার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করা না হলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘গত ৯ এপ্রিল ১৫ দিনের জন্য আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। কারণ স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন গোদামারা গ্রামে গণসমাবেশ প্রকল্প প্রত্যাহারে ১৫ দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে তেমন কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আমিন উল্লাহ, নূর মোহাম্মদ, আলী নবী, আবুল কালাম আজাদ প্রমুখ।উল্লেখ্য, ৪ এপ্রিল বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের জন্য গোদামারা গ্রামে মিছিলে পুলিশ গুলি চালানোর অভিযোগ পাওয়া যায়। এ সময় চার আন্দোলনকারী নিহতসহ ১২ গ্রামবাসী আহত হন।