Print

ইতালিয়ান নাগরিক খুনে ইতালিয়ানদায় স্বীকার
জাতীয় ডেস্ক | তারিখঃ ২৯.০৯.২০১৫
 

ঢাকার ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)।

জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে।গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় তাবেলা সিসারো নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এমন খবর আসে ওই ওয়েবসাইটে। আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেওয়া হয়।তাবেলা সিসারো আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।