Print

বাউবি চট্টগ্রাম ক্যাম্পাসে অগ্নিনির্বাপক মহড়া

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ১৪.০৫.২০১৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম কেন্দ্রে অগ্নিনির্বাপক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

দুদিনব্যাপী এ কর্মশালা আজ শনিবার সকালে চট্টগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাউবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে।

বাউবি চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলী আকবর।

প্রশিক্ষণে উপ-আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার বাউবির কর্মকর্তা-কর্মচারীসহ ৪০ জন অংশ নেন। প্রশিক্ষণে অগ্নিনির্বাপক যন্ত্র চালনা, আগুন লাগার সময় এবং ভূমিকম্পের আগে ও পরে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীকাল রোরবার অনুষ্ঠিত হবে অগ্নিনির্বাপক মহড়া।