Monday 23rd of January 2017

সদ্য প্রাপ্তঃ

***এক ছাত্রকে মারধরের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

রাজধানীতে বটিতে কাটা পড়ে শিশুর মৃত্যু

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২০.০৪.২০১৬

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকায় বটিতে কাটা পড়ে মোহাম্মদ সামির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রায়েরবাগের মোহাম্মদবাগ এলকায় খলিফা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন নিহত সামিরের বাবা রিকশা চালক হোসেন মিয়া। হোসেন মিয়ার বড় ছেলে  ইয়ামিন বেলা ১১টার দিকে ঘরের মধ্যে বটি নিয়ে খেলা করছিল। এসময় ছোট ছেলে সামিরও তার সঙ্গ দেয়। দৌঁড়াদৌঁড়ির এক পর্যায়ে সামির বটির উপর পড়ে। এতে সামিরের ডান পায়ের হাটুর উপরের অংশ রগসহ কাটা পড়ে ।পরে বাবা হোসেন মিয়া গুরুতর আহত অবস্থায় সামিরকে নিকস্থ সোফিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার আরো অবনিতি ঘটে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন জেসমিন নাহার বলেন, ‘বটিতে কাটা পড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখানে আনার পর ওর পালস কাজ করছিল না বলেই চলে। চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু ঘটে।