Print
গ্যাস লাইটারের বিস্ফোরণে দগ্ধ ৪
বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৬.০৪.২০১৬
রাজধানীর আদাবরের উড়ালপাখি বাসস্ট্যান্ড এলাকায় চায়ের স্টলে গ্যাস লাইটারের বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন, মনির হোসেন (২৬),  জুয়েল (২২), চা দোকানদার শাজাহান গাজী (৬০) ও দুলাল (২৮)।মঙ্গলবার দুপুর ১২টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, মঙ্গলবার দুপুরে শাজাহান গাজীর চায়ের দোকানে কয়েকজন বসেছিলেন। এ সময় সিগারেট জ্বালানোর সময় একজন গ্যাস লাইটারে ঝাঁকুনি ‍দেয়। এতে বিস্ফোরণ ঘটলে ওই চারজন অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে দুলালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।