Print

বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০১.০৫.২০১৬

দাবদাহে পুড়ছে গোটা দেশ।এক ফোঁটা বৃষ্টির দেখা নেই।

অসহনীয় এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে ফরিদপুর শহরে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন স্থানীয় লোকজন।আজ রোববার সকাল ৮টার দিকে শহরের মিয়াপাড়া সড়কের জোহরা বেগম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে শহরের সব মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে নামাজ পড়ান মাওলানা খলিলুর রহমান। পড়ে দোয়া পাঠে অংশ নেন দরগাহ মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহপাকের কাছে ফরিয়াদ জানিয়ে বিশেষ দোয়া করা হয়।