Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

'সঠিক সিদ্ধান্তে নারীরা থাকলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি'

লাইফস্টাইল ডেস্ক  | তারিখঃ ২১.০৯.২০১৫

সংস্থার নীতি নির্ধারণের কাজে নারীরা থাকলে সুফল পাওয়ার সম্ভাবনা বেশি।

বলছে আর্থিক পরিষেবার নামী প্রতিষ্ঠান ক্রেডিট সুইস–এর একটি রিপোর্ট। অনেক সময়েই দেখা যায় সংস্থার ম‍্যানেজমেন্টে পুরুষদের তুলনায় নারীদের সংখ‍্যা খুবই কম। তবে সাম্প্রতিক ইতিহাস বলছে, উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে ব‍্যবসায় লাভ করছে বেশি সেই সব সংস্থাই, যাদের ম‍্যানেজমেন্টে পুরুষ ও নারী সদস‍্যের সংখ‍্যা কাছাকাছি। ৩ হাজার প্রতিষ্ঠানের ২৮ হাজার সিনিয়ার ম‍্যানেজারদের উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে সুইজারল‍্যান্ডের সংস্থাটি।

সূত্র: আজকাল