Print

কাজের স্বীকৃতি পেলেন লায়ন্স ক্লাবের সদস্যরা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৭.০৫.২০১৬ ১৪

বছরব্যাপী বৃক্ষরোপণ, রক্তদান, স্বাস্থ্যসেবা, শিক্ষা সম্প্রসারণ, রোগব্যাধিবিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের লায়ন্স ক্লাবকে।

আজ শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।

২০তম বার্ষিক এই সভার মাধ্যমে ঢাকা ও ঢাকার বাইরের লায়ন্স ক্লাবের সদস্যদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা এবং তাঁদের পরামর্শ সবার পাথেয় হয়ে থাকবে, এমনটাই আশা করেন সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর এ এস সালাউদ্দীন আহমেদসহ বিভিন্ন পদধারীরা।