Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Star Cure

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ২৯.০৫.২০১৮ 

বাগেরহাটের কচুয়া উপজেলায় এক কৃষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী গ্রামের হাজরাপাড়ায় এ সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি রবিউল কবির জানান। নিহত আব্দুল আজিজ ফকিরের (৫০) বাড়ি ওই এলাকায়। তিনি এলাকায় কৃষিকাজ করতেন। স্থানীয়দের বরাতে ওসি রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার আজিজের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার তিনবোন, ভগ্নিপতি ও ভাগ্নে ভাগ্নিরা আজিজের বাড়ি আসেন।

“অনুষ্ঠান শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজিজের বড় বোন খুসু বেগম আজিজের মেয়েকে চড় মারেন।এর জেরে বোনদের সঙ্গে আজিজের কথা কাটাকাটি শুরু হয়; এক পর্যায়ে আজিজের তিন বোনের কেউ একজন লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আজিজ জ্ঞান হারিয়ে ফেলেন। “তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন।” ওসি রবিউল বলেন, ঘটনার পারপরই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় জড়িততের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।