Sunday 22nd of January 2017

সদ্য প্রাপ্তঃ

****তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানি * শান্তি কামনায় শেষ হলো ৫২তম বিশ্ব ইজতেমা***

Bangladesh Manobadhikar Foundation

Khan Air Travels

মাগুরা সদরের দুই ইউনিয়ন ও শালিখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ০৫.০১.২০১৭

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ও জগদল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে ৬৬ জন ভিক্ষুকের মাঝে উপার্জনমুখী বিভিন্ন উপকরণ বিতরণ করে এ ঘোষণা দেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।পরে বিভাগীয় কমিশনার শালিখা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শালিখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। জেলা প্রশাসন জানায়, এ ধরনের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে গোটা জেলাকে চলতি অর্থ বছরের মধ্যেই ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে।