Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd


বিডিনিউজডেস্ক.কম

তারিখঃ ২২.০৬.২০১৫

ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডাক পাবার পর পরই তরুন মুস্তাফিজুর রহমান তার চাচার কাছে একটা আইফোন সিক্স প্লাস চেয়েছিলেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা তার ভাতিজাকে বলেছিলেন, তিনটি ম্যাচের যে কোন একটিতে তিন উইকেট পেলেই তাকে কিনে দেবেন আইফোন সিক্স প্লাস। চাচা সম্ভবত ভাতিজার সত্যিকারের সম্ভাবনা ধারণা করতে ব্যর্থ হয়েছিলেন। চাচার প্রতিশ্রুতি অনুযায়ি এখন একটি কেন তিনটি আইনফোন পেতে পারেন মুস্তাফিজ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে মুস্তাফিজ যখন ইতিহাসে নাম লেখালেন তার পর চাচার সঙ্গে তার কথা হয়েছে কিনা জানা যায়নি। তবে নিশ্চয় চাচা প্রতিশ্রুতি অনুযায়ি একটি বা একাধিক আইফোন কিনে ফেলেছেন এতোক্ষণে। আর নিজে কিইবা প্রশংসা করবেন মুস্তাফিজের। পুরো ক্রিকেট দুনিয়া যে এখন মুস্তাফিজ বন্দনায় ব্যস্ত। এতো প্রাপ্তির পর মুস্তাফিজ যখন দুই হাতে ঢেকে রাখতে চাইছেন লাজুক মুখটি তখন তাবৎ দুনিয়ার ক্রিকেট ভক্তরা জানতে চাইছেন এই ‘ক্ষুদে বিস্ময়ের’ আরও কিছু।