Print

খুলনায় আগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান

বিডিনিউজডেস্ক ডেস্ক | তারিখঃ ২৬.০৪.২০১৬

খুলনার রূপসা উপজেলার ব্যাংকের মোড় এলাকায়  অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

গতকাল সোমবার রাত  সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি।খুলনা ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার হেলাল উদ্দীন জানান, গত রাতে মোস্তাফিজুর রহমানের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এই আগুন দ্রুতই পার্শ্ববর্তী চারটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের রূপসা ইউনিট এবং খুলনার ফোম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।