Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

দেশে আইএস জঙ্গি নেই

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৫.১০.২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুই বিদেশি হত্যার পর যারা আইএস সদস্য দাবি করে বিবৃতি দিয়েছে তারা বিদেশি নয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো আইএস জঙ্গি নেই।’ বুধবার দুপুরে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নাসিম বলেন, ‘দেশের দুইটি স্থানে দুইজন বিদেশি হত্যার পর যারা আইএস সদস্য হিসাবে দাবি করে ইন্টারনেটে বিবৃতি দিয়েছে, তারা বিদেশে নয়, দেশের মধ্যেই অবস্থান করছে বলে ইতোমধ্যেই তথ্য পাওয়া গেছে। বিদেশিদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার পরই বিষয়টির প্রকৃত রহস্য উন্মোচিত হবে।’

খবর বাসসের।