Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

বগুড়ায় ভুয়া প্রশ্নফাঁস চ‌ক্রের ১ সদস্য আটক

বিডিনিউজডেস্ক.কম| তারিখঃ ০২.০৪.২০১৮ 

বগুড়ার শাজাহানপুরে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

রবিবার (১ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সামিউল ইসলাম (১৬)। সে বগুড়ার শাহজাহানপুর উপজেলার হরিণগাড়ি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আল ফারুকের ছেলে। সে এ বছর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যাল‌য় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। র‍্যাব-১২ এর কমান্ডার মেজর মোর্শেদ জানান, পরীক্ষার কয়েকদিন আগে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১০৮ জনের একটি গ্রুপ তৈরি করে সামিউল ও তার সঙ্গীরা। এই চক্রের দলনেতার নাম শামীম মাহামুদ। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষার দিন সকাল সাড়ে ৮টার মধ্যে প্রশ্ন দেওয়ার কথা বলে। পরে গোপন সূত্রে খবর পেয়ে একদল র‍্যাব সদস্য অভিযান চালিয়ে সামিউলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার কথা স্বীকার করেছে। টাকার বিনিময়ে সে এই কাজ করতে চেয়েছে। তিনি আরো জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।