Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

সিরাজগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত চার

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ০২.০৬.২০১৮ 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

এতে অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ক্যাভার্ডভ্যান চালক আরিফের নাম পাওয়া গেলেও অন্যদের পরিচয় জানা যায়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ফেঞ্চিগেইট এলাকায় কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। দুটি যানবাহনই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন বাসযাত্রী এবং ২০ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। নিহতের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনকও বলে জানান জানান ওসি।