Nabodhara Real Estate Ltd.

Khan Air Travels

Premier Bank Ltd

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন চলবে

বিডিনিউজডেস্ক.কম | তারিখঃ ১৭.১০.২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বর্তমান গণতন্ত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আওয়ামী লীগের ভেতরে গোপন ভোট হলে এই গণতন্ত্রের বিপক্ষে বেশি ভোট পড়বে।

আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক সহসভাপতি ও সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ইস্যুতে  অতীতে আওয়ামী লীগ যেমন কোনো ছাড় দেয়নি, তাঁর দলেরও ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তাঁদের জোট।

বিএনপিকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার, এমন অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, এমন ষড়যন্ত্রে বারবারই ব্যর্থ হবে সরকার।

আফসার আহমেদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এর আহ্বায়ক জাহানারা সিদ্দিকী। সভায় বিএনপির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।